বিয়ে করতে অস্বীকার, অতঃপর কারাগারে বিয়ে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ১০:৪১ পিএম

বিয়ে করতে অস্বীকার, অতঃপর কারাগারে বিয়ে

দীর্ঘ ১১ বছর প্রেম করেছেন আশিষ বাউরী ও কুঞ্জুমাল। প্রায় এক যুগ একসঙ্গে পথচলার পরও একপর্যায় কুঞ্জুমালাকে বিয়ে করতে অস্বীকার করেন আশিষ বাউরী। ‍অনোন্যপায় হয়ে এক পর্যায়ে প্রিয় প্রেমিকে বিপক্ষে মামলা দায়ের করেন কুঞ্জুমাল। তবে কথায় আছে ভাগ্যের লিখন হয়না খন্ডন। অবেশেষ ঘটেছেও তাই। বিচারাকালীন বন্দী থাকা অবস্থায় কারাগারেই বিয়ে সম্পন্ন হয়েছে আশিষ বাউরী ও কুঞ্জুমালার।

আজ বুধবার (২০) মার্চ দুপুরে মৌলভীবাজার কারাগারে তাদের নিজস্ব ধর্মীয় রীতি অনুযায়ী একজন পুরোহিতের মাধ্যমে আদালতের নির্দেশে জেলা কারা কর্তৃপক্ষ এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে। বিষয়টি নিশ্চিত করেছেন কারাগারের জেল সুপার মুজিবুর রহমান মজুমদার।

এই বিয়েতে উভয় পরিবারের সদস্যসহ জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সরকারী কমিশনার শাওন মজুমদার।

আশিষ বাউরী মৌলভী বাজার জেলার রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানের সনানন্দ বাউরীর ছেলে। তিনি ২০২৩ সালের আগস্ট মাস থেকে নারী ও শিশু নির্যাতন মামলায় বিচারাধীন অবস্থায় কারাগারে আছেন।

মামলায় বাদী কুঞ্জুমাল রাজনগর উপজেলার একই চাবাগানের মেয়ে। নবদম্পতির জন্য সকলের নিকট আশীর্বাদ কামনা করেন কুঞ্জুমাল জানান, আশীষ বাউরীর সঙ্গে তার ১১ বছর সম্পর্ক ছিল। এরপরও আশিষ বাউরী তাকে বিয়ে করতে অস্বীকার করায় তিনি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এখন উভয়ের সম্মতিতেই বিয়ে হয়েছে।

Link copied!