সব কিছু বিবেচনা করে পর্যবেক্ষক নিয়ে সিদ্ধান্ত নিবে কমনওয়েলথ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৯, ২০২৩, ১১:৪১ এএম

সব কিছু বিবেচনা করে পর্যবেক্ষক নিয়ে সিদ্ধান্ত নিবে কমনওয়েলথ

এখনই বলা যাচ্ছে না কমনওয়েলথের পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে

কমনওয়েল নির্বাচন পর্যবেক্ষক পাঠাবো কিনা সেগুলো খতিয়ে দেখা হবে। আমরা নির্বাচনের সময় ভোটারদের যাতায়াত ও নির্বাচনের পদ্ধতি সম্পর্কে  জানতে চেয়েছি। মাত্র প্রথম বৈঠক হয়েছে নির্বাচন কমিশনের সাথে। তাই অন্যান্য দল ও সংস্থার সাথে বৈঠক করে একটি প্রতিবেদন কমনওয়েলথের সেক্রেটারির কাছে পাঠানো হবে। সেখান থেকে সব সিদ্ধান্ত নেয়া হবে। রবিবার কমনওয়েলথের রাজনৈতিক উপদেষ্টা এবং প্রধান লিনফর্ড অ্যানড্রিউস প্রেস বিফিংয়ে এ কথা বলেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিভাগের নির্বাহী কর্মকর্তা জিপ্পি ওজাগো, কমনওয়েলথের রাজনৈতিক উপদেষ্টা লিন্ডিউই মালেলেখা, সহ গবেষণা বিষয়ক কর্মকর্তা সারর্থাক রয়। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য নির্বাচন কমিশনার ও ইসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।

কমনওয়েলথের রাজনৈতিক উপদেষ্টা এবং নির্বাচনী সহায়তা সরকার এবং শান্তি অধিদপ্তরের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুস বলেছেন, কমনওয়েলথ মহাসচিবের আগে যে কোনো সদস্য দেশে একটি পর্যবেক্ষক মিশন পাঠানোর প্রথা রয়েছে।  একটি প্রাক-নির্বাচন মিশন  বেশ কয়েকটি বিষয়কে মাথায় রেখে গঠন করা হয়, প্রথমত বাংলাদেশ নির্বাচন কমিশন সহ বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে দেখা করা, নির্বাচনের প্রস্তুতির প্রাক্কালে এবং সেইসাথে ৭ জানুয়ারী নির্বাচনের জন্য বিদ্যমান পরিবেশ যাচাই করা।

লিনফোর্ড আরও বলেন, আমরা এখানে কমনওয়েলথ পর্যবেক্ষক গোষ্ঠীর সম্ভাব্য উপস্থিতির জন্য ব্যাপক সমর্থন মূল্যায়ন করতে এসেছি।  আমরা এখানে এটি প্রতিষ্ঠা করতেও এসেছি যে যদি একটি কমনওয়েলথ পর্যবেক্ষক গোষ্ঠী প্রকৃতপক্ষে পাঠানো হয়, তবে তারা রেফারেন্সের মেয়াদ অনুসারে তাদের ম্যান্ডেট অনুসরণ করতে স্বাধীন হবে।  এবং অবশ্যই যদি একটি মিশন গঠন করা হয়, আমরা সম্ভাব্যভাবে এই ধরনের একটি মিশন নিয়োগকারী লজিস্টিকস সম্পর্কে কিছু মূল্যায়ন করার জন্য এখানে আছি।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমরা মূলত বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছি।  তারা কতদূর এসেছে।  এবং আমরা তাদের কাছ থেকে শোনার সুযোগ পাই, কী প্রস্তুতি নেওয়া হয়।

আমরা এখন আমাদের বাকি কর্মসূচির জন্য অপেক্ষা করছি যেখানে আমরা ২২ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করার আগে বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে বৈঠক করেছি।
এরপর আমরা পরবর্তী পদক্ষেপের সুপারিশসহ কমনওয়েলথ মহাসচিবের কাছে প্রতিবেদন জমা দেব।

পরিবেশ নিয়ে কোনো আলোচনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা গতকালই বাংলাদেশে এসেছি, এটি আসলে প্রথম দেখা, তাই এ সম্পর্কে বলা খুব তাড়াতাড়ি।

গতকাল কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলটি দেশে আসেন। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত দলটি ঢাকায় থাকবে বলে জানা গেছে। সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশনসহ বিভিন্ন মহলের সঙ্গে বৈঠক করবেন প্রতিনিধিদলের সদস্যরা। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

এর আগেও বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ভোট পর্যবেক্ষণ নিয়ে বৈঠক করেছে ইসি। ইতোমধ্যে ইউরোপীয়, যুক্তরাষ্ট্রের একটি সংস্থা ভোট পর্যবেক্ষণ করবে বলে জানিয়েছে। এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ভোট পর্যবেক্ষণের জন্য দূতাবাসগুলোর মাধ্যমে ২১ নভেম্বরের মধ্যে আবেদনও আহ্বান করেছে ইসি।

ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

আনিছুুর রহমান নিশ্চিত করেছিলেন‘এটা প্রি-অ্যাসেসমেন্ট (প্রাক-মূল্যায়ন) টিম। আগে যেমন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র থেকে এসেছে। সে রকমই এরা পাঠাবে। এ টিম নির্বাচন পর্যন্ত থাকবে না।’ 
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র বলছে, ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত কমনওয়েলথের প্রাক-নির্বাচনী দল বাংলাদেশে অবস্থান করতে পারে।তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করেই দ্বাদশ সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নেবে সংস্থাটি।

Link copied!