খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে ‘কঠিন কর্মসূচি: আমির খসরু

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৬, ২০২৩, ১১:০৫ পিএম

খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে ‘কঠিন কর্মসূচি: আমির খসরু

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আবারও দাবি জানিয়েছে বিএনপি। এর ব্যতিক্রম হলে ‘কঠিন কর্মসূচি’ নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির  স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন এবং তার আরোগ্য কামনায় দোয়া মাহফিল পূর্ব আলোচনায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আমির খসরু বলেন, “ খালেদা জিয়ার ‘চিকিৎসা না করে’ সরকার সজ্ঞানে এবং জেনেশুনে তাকে ‘মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে’।

সরকারের উদ্দেশে  বিএনপির এই প্রভাবশালী নেতা নেতা বলেন, “স্পষ্ট ভাষায় বলছি, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি বিদেশে পাঠিয়ে উনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না।”

এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের ১৯ তারিখ (অগাস্ট) একটি প্রতিবাদ কর্মসূচি আছে। পরে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে। সবাইকে তৈরি থাকতে হবে।’’ দেশে গণতন্ত্র ও আইনের শাসন ও ভোটাধিকার ‘ফিরিয়ে আনতে’ খালেদা জিয়াকে বাঁচাতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আজকে সমস্ত জাতি আমরা সেই পথে চলছি। ইনশাল্লাহ আমি নিশ্চিত, আমরা দেশনেত্রীকে মুক্ত করব, চিকিৎসা করে উনি আবার রাজনীতির অঙ্গনে ফিরে আসবেন, লক্ষ-কোটি জনতা সেজন্য প্রস্তুত আছে।”

দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা মহানগর দক্ষিণ শাখা বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এই দোয়া মাহফিলে অন্যদের মধ্যে কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, আতাউর রহমান ঢালী, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

Link copied!