রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে দুই মার্কিন কংগ্রেসম্যন

কূটনৈতিক প্রতিবেদক

আগস্ট ১৪, ২০২৩, ০৫:৩৫ পিএম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজারে দুই মার্কিন কংগ্রেসম্যন

সংগৃহীত ছবি

চারদিনের সফরে শনিবার বাংলাদেশে এসে ব্যস্ত সময় পার করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী কংগ্রেস ম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেইস। মার্কিন কংগ্রেসের এই দুই সদস্য ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

সফরসূচি অনুযায়ি, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তারা সোমবার (১৪ আগস্ট) কক্সবাজার গেছেন।

সোমবার সকাল ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মার্কিন কংগ্রেসের এই দুই সদস্য। বিমানবন্দর থেকে নেমেই রিপাবলিকান দলের রিচার্ড ম্যাককরমিক এবং ডেমোক্র্যাট দলের এড কেইস কক্সবাজার শহরে অবস্থিত ইন্টার সেকশন কো-অর্ডিনেশন গ্রুপ (আইএসসিজি) কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থা সমূহের কর্মকর্তাদের সঙ্গে ঘন্টাব‍্যাপী বৈঠক করেন। এরপর তারা উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেন।

ঢাকায় মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস ম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেইস রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি) বিষয়ক কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন। একই দিন তারা কক্সবাজারে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠকে বসবেন।

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি নানামুখী তৎপরতা শুরু হরেছে। নির্বাচন ব্যবস্থা নিয়ে দুই প্রধান দলের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় রাজনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও উত্তপ্ত। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ নানা দেশ, ইউরোপীয় ইউনিয়ন ও বিদেশি মিশনগুলো একাধিক প্রতিনিধি বা প্রতিনিধি দল এবং পর্যবেক্ষক পাঠাতে শুরু করেছে। 

বাংলাদেশের নির্বাচনী পরিবেশ তথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় ইউরোপীয় ইউনিয়নের অনুসন্ধানী অগ্রগামী দলের সদস্যরা ঢাকা সফর করে গেছেন। সম্প্রতি একাধিক মার্কিন প্রতিনিধি দলও ঢাকা সফর করেছেন। সবশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ ৬-৮ আগস্ট তিন দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন।

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার নেতৃত্ব প্রতিনিধিদল ঢাকা সফর করে গেছেন। ওই প্রতিনিধি দলে দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরও  ছিলেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের দুই প্রভাবশালী কংগ্রেস ম্যান রিচার্ড ম্যাককরমিক এবং এড কেইস ‘র ঢাকা সফর যথেষ্ট গুরুত্ব বহন করে। কারণ আজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল ও পরবর্তীতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৈশ্বিক দুর্নীতি দমন বিভাগের সমন্বয়ক রিচার্ড নেফিউ’র ঢাকা সফরকালে আওয়ামী লীগের সাথে বৈঠকে বসলেও বিএনপির সাথে বা দলের কোনো নেতার সাথে বৈঠক করেনি। এবার এই দুই মার্কিন কংগ্রেসম্যান আওয়ামী লীগের পাশাপাশি বিএনপি ও জাতীয় পার্টির সাথেও বৈঠক করেছেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো, ইউরোপীয় ইউনিয়ন ও মিশনগুলো বাংলাদেশ সফর করতেই থাকবে। জাতীয় নির্বাচনের আগে এ দৃশ্য বাংলাদেশ ও পাকিস্তান ছাড়া দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে দেখা যায়না বলেও কূটনৈতিক ও বিশ্লেষকদের অভিমত।

Link copied!