দেশে কখনও বিয়ে না করা পুরুষ বাড়ছে

জাতীয় ডেস্ক

মার্চ ২৪, ২০২৪, ০৮:২০ পিএম

দেশে কখনও বিয়ে না করা পুরুষ বাড়ছে

প্রতীকী ছবি

নারীর তুলনায় কখনও বিয়ে করেননি এমন পুরুষের সংখ্যা বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশ করা বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২৩ এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোববার (২৪ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, কখনও বিয়ে হয়নি দেশে এমন পুরুষের সংখ্যা ৩৫ দশমিক ৮ শতাংশ। সেই তুলনায় নারীর সংখ্যা ২১ দশমিক ৭ শতাংশ। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিবাহিত পুরুষের সংখ্যা ৬২ দশমিক ২ শতাংশ এবং নারী ৬৫ দশমিক ৬ শতাংশ।

এর আগে ২০২২ সালেও কখনও বিয়ে হয়নি এমন পুরুষের সংখ্যা ছিল একই অর্থাৎ ৩৫ দশমিক ৮ শতাংশ। ২০২১ সালে ছিল ৩৭ দশমিক ৫, ২০২০ সালে ৩৮ দশমিক ৩ আর ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৩৮ দশমিক ৯ শতাংশ।

অন্যদিকে কখনও বিয়ে করেননি এমন নারীর সংখ্যা ২০২২ সালে ছিল ২১ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এই সংখ্যা কিছুটা কমেছে। পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে কখনও বিয়ে করেননি এমন নারীর সংখ্যা ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে ২৫ দশমিক ৫ শতাংশ আর ২০১৯ সালে ছিল ২৫ দশমিক ১ শতাংশ।

Link copied!