ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:০৭ পিএম

ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার: ফখরুল

বক্তব্য রাখছেন মির্জা ফখরুল। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি খুশির খবর নয়, বরং দেশের জন্য লজ্জার।’

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হান্নান শাহ স্মৃতি পরিষদ এই আলোচনার আয়োজন করে।

এতে প্রধান অতিথির বক্তৃতায় বিএনপি মহাসচিব বলেন, এসবের (ভিসানীতি) জন্য শেখ হাসিনা দায়ী, এই কর্তৃত্ববাদী সরকার যারা দেশকে জিম্মি করে রেখেছে, গণতন্ত্র ধ্বংস করেছে তারা দায়ী। তাদের কথাবার্তা শোনে মনে হয় এদেশে শুধু তারাই থাকতে পারবে।

মঙ্গলবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসানীতি প্রসঙ্গে বলেছেন, ‘রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারেননি। আমাদের একাত্তরে নিষেধাজ্ঞা দিয়ে থামাতে পারেননি, আজও নিষেধাজ্ঞা দিয়ে শেখ হাসিনার বাংলাদেশকে থামান যাবে না। আমরা কারও নিষেধাজ্ঞা পরোয়া করি না। আমরা পরোয়া করি আমাদের সংবিধান। আমরা চলব আমাদের সংবিধান অনুযায়ী, আমরা কোনো দেশের নিষেধাজ্ঞা মানি না।’

ওবায়দুল কাদেরের ওই বক্তব্যের জবাবে আজ (বুধবার) মির্জা ফখরুল বলেন, ‘এ  সরকারকে সরকার বলা যায় না। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধ করেছিলাম শুধু ভূখণ্ড বা ম্যাপ পাওয়া জন্য নয়। আমরা চেয়েছিলাম  একটি রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে আমার কথা বলার অধিকার, বিভিন্ন সংগঠন করার অধিকার থাকবে। গতকাল এক ছেলের সঙ্গে কথা হলো। সে বিসিএস লিখিত পরীক্ষায় পাস করেছে। কিন্তু পরিবার বিএনপির সঙ্গে সম্পৃক্ত থাকায় চাকরি হয়নি। বিএনপি পরিবারের সঙ্গে ন্যূনতম সম্পর্ক থাকলে তার চাকরি-প্রমোশন হয় না। প্রত্যেক মানুষ আজ মিথ্যা মামলার জন্য অসহ্য হয়ে পড়ছে।’

Link copied!