যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর মৃত্যু হার্ট অ্যাটাকে

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৫, ২০২৩, ০৩:১৬ এএম

যুদ্ধাপরাধী জামায়াত নেতা সাঈদীর মৃত্যু হার্ট অ্যাটাকে

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  

সোমবার (১৪ আগস্ট) সাঈদীর মৃত্যুর খবরটি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেন অধ্যাপক ও ডিভিশনাল প্রধান (হার্ট ফেইলিওর) ড. চৌধুরী মেসকাত আহম্মেদ।

এর আগে রবিবার (১৩ আগস্ট) বিকেলে অসুস্থ অবস্থায় সাঈদীকে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।

কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পেয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১-এ বন্দী ছিলেন দেলাওয়ার হোসাইন সাঈদী। সেখানে থাকা অবস্থায় রবিবার বিকেল পাঁচটার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় বুকে ব্যথা অনুভব করছিলেন জামায়াতের এ নেতা। এরপরই তাকে হাসপাতালে নেওয়া হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের দায়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

Link copied!