জুলাই ৫, ২০২৪, ০৯:২২ পিএম
লামিন ইয়ামালের পাস থেকে গোল করার পর ডানি অলমো। ছবি: এক্স
ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন। ২-১ ব্যবধানে জয় পেয়েছে তারা। নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ফল ১-১ ছিল। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। সেখানে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করেন মিকেল মেরিনো।
প্রথমার্ধ গোলশূন্য ছিল। স্টুটগার্টে ৫১ মিনিটে লামিন ইয়ামালের পাসে গোল করেন ডানি অলমো। ৮৯ মিনিটে জার্মানির ফ্লোরিয়ান ম্যাচে সমতা আনেন।
অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। ১১৯তম মিনিটে (২৯ মিনিট) গোল করেন মেরিনো। এখানে অ্যাসিস্ট করেছেন অলমো। স্বাগতিক জার্মানি কোয়ার্টার ফাইনালে বিদায় নিল।