খেলতে খেলতেই গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

জুলাই ৫, ২০২৪, ০৮:০৪ পিএম

খেলতে খেলতেই গ্র্যান্ডমাস্টার জিয়াউরের মৃত্যু

জীবনের শেষমুহূর্তে দাবা ছক কষেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশ দাবা ফেডারেশনে জাতীয় দাবা প্রতিযোগিতার ১২তম রাউন্ডের খেলা চলাকালে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানকে ধরাধরি করতে থাকেন তার প্রতিপক্ষ দাবাড়ু ও অন্যান্য সহকর্মীরা। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

শুক্রবার (৫ জুলাই) বিকেল তিনটায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ওই ম্যাচ শুরু হয়। খেলতে খেলতেই বিকেল পাঁচটা ৫২ মিনিটে মৃত্যুবরণ করেন জিয়াউর। পরে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

দাবা ফেডারেশনের ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানায়, প্রায় ১৫ মিনিট পর্যন্ত চিকিৎসকেরা তার পালস খুঁজে পাননি। পরে চিকিৎসকরা জানান, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই জিয়ার মৃত্যু হয়।

জানা গেছে, খেলতে খেলতেই জিয়া লুটিয়ে পড়লে তার প্রতিপক্ষসহ আরও অনেকেই এগিয়ে এসে তাকে তুলে ধরেন। ৯ মিনিটের ব্যবধানে তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা পালস পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!