সাপ নয়, মানুষই স্বয়ং সাপকে কামড় দিয়েছে। আর তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছে সাপ। বিরল এই ঘটনা ভারতের বিহারের।
মঙ্গলবার (২ জুলাই) রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় রেলওয়ের কর্মচারী সন্তোষ লোহা (৩৫)। এ সময় তাকে কামড় দেয় একটি সাপ। তবে মধ্যরাতে সাপের কামড় খেয়ে কি করবেন বুঝতে না পেরে, সাপটিকেই ধরে দুইবার কামড়ে দেন লোহার।
স্থানীয় সংবাদমাধ্যমকে সন্তোষ ঘটনার বর্ণনা দিয়ে জানান, তখন হঠাৎ প্রচলিত একটি লোককাহিনীর কথা মনে পড়ে তার। সেটা হলো- কামড় দেওয়া সাপকে পাল্টা কামড় দিয়ে বিষের ক্ষতিকর প্রভাব নষ্ট করা যায়। পরবর্তীতে লোহারকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান তার সহকর্মীরা। সেখানে ডা. সতীশ চন্দ্র সিনহা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় পরদিন সকালে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে সাপটির মৃত্যু হয়েছে। সন্তোষ লোহারের ক্ষেত্রে প্রচলিত লোককাহিনী সত্যি হয়েছে বলেও অনেকে বিশ্বাস করতে শুরু করেছেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া