ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ‍ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৫, ২০২৪, ১০:৩৯ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধের ষড়যন্ত্র করছে বিদেশি শক্তি। এমনই অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। বিষয়টি নিয়ে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৫ জুলাই) স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়।

প্রথম দফার ভোটে কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থি প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থি সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজেশকিয়ান ৪২ শতাংশ ও সাইদ জালিলি ৩৯ শতাংশ ভোট পান।

ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি। এহেন দাবিকে ‘শত্রুর চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন তিনি। শুধু বিদেশি শক্তির ইন্ধনে এসব প্রচারের অভিযোগও করেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “কেউ কেউ নির্দিষ্ট প্রার্থী ভোট না পাওয়ার অর্থ হিসেবে নির্বাচনী জালিয়াতির যুক্তি দেখাচ্ছেন। এই চক্রান্ত শত্রুরা ও তাদের অনুসারীরা করছে। সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন আসছে। আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। কোনও মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না।”

Link copied!