ওয়ারেসাত হোসেন এমপিকে অপহরণের অভিযোগ, থানায় স্ত্রীর মামলা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ২৫, ২০২৩, ০৮:৩৭ পিএম

ওয়ারেসাত হোসেন এমপিকে অপহরণের অভিযোগ, থানায় স্ত্রীর মামলা

সংগৃহীত ফাইল ছবি

নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বীরপ্রতীককে অপহরণ করার  অভিযোগ এনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার রাতে ৯ জনের নাম উল্লেখ করে ওই সংসদ সদস্যের স্ত্রী রওশন হোসেন বাদী হয়ে পূর্বধলা থানায় মামলাটি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি রাতে সংসদ সদস্য ওয়ারেসাত হোসেনের বাড়ি পূর্বধলার কাজলা থেকে আসামিরা তাকে সঙ্গে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। তবে ঢাকায় এসে তার বাসভবনে না নিয়ে অন্যত্র নিয়ে আটকে রাখা হয়। আসামিরা পরস্পর যোগসাজশে সংসদ সদস্যের স্ত্রীকে জানায়, এমপি বিদেশ চলে গেছেন। কিন্তু সংসদ সদস্যের স্ত্রী রওশন হোসেন তাদের কথা বিশ্বাস না করে খোঁজাখুঁজি করতে থাকেন। পরবর্তী সময় আসামিরা সংসদ সদস্য ওয়ারেসাত হোসেনের স্বাক্ষর জাল করে জাল তালাকনামার একটি ফটোকপি স্ত্রীর কাছে পাঠায়।

এছাড়াও ওয়ারেসাত হোসেনকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করতে আসামিরা জাল কাবিননামা ডাকযোগে বিভিন্ন অফিসে পাঠায়। এরপর বিভিন্ন স্থানে ওয়ারেসাত হোসেনকে খোঁজাখুঁজির পর গত ২৭ মার্চ তাকে ধানমন্ডির একটি বাসা থেকে উদ্ধার করা হয়। এমপি ও মামলার সাক্ষীদের মাধ্যমে জানা যায়, আসামিরা তাকে আটকে রেখে ব্যক্তিগত ফোনের মাধ্যমে চাকরি দেবে বলে বিভিন্ন লোকজনের কাছ থেকে দুই কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়। মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, ২৮ মার্চ ওয়ারেসাত হোসেনকে চিকিৎসার জন্য মালয়েশিয়ায় পাঠানো হয়। এরপর সুস্থ হয়ে ১১ আগস্ট দেশে ফিরে আসেন।

ওয়ারেসাত হোসেন ও রওশন হোসেনের মোবাইল ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মামলার বিষয়ে বলেন, বুধবার রাতে ৯জনের নাম উল্লেখ করে মামলাটি করা হয়েছে। মামলাটি তদন্ত করা হচ্ছে।“ তবে আসামিদের নাম ও পরিচয় জানাতে অস্বীকৃতি জানান পূর্বধলা থানার এই কর্মকর্তা।  

Link copied!