প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২৪, ০৩:২৬ এএম

প্রকৌশলী-চিকিৎসক দম্পতির বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

খিলগাঁও থানা। ফাইল ছবি

রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় প্রকৌশলী-চিকিৎসক দম্পতির ফ্ল্যাট থেকে জবা আক্তার যুথি (১৩) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে লাশ উদ্ধারের এ ঘটনায় ওই ফ্ল্যাটের গৃহকর্তা প্রকৌশলী শাকিল উল আলম ও গৃহকর্ত্রী ইন্টার্ন (শিক্ষানবীশ) চিকিৎসক নূর-ই-জান্নাতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

গৃহকর্মীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। তিনি বলেন, ‘৯৯৯-এ (জাতীয় জরুরি হটলাইন নম্বর) আমরা খবর পেয়ে খিলগাঁও থানার বনশ্রীর ডি-ব্লকে ৯ নম্বর রোডের ৫ নাম্বার বাড়ির তৃতীয় তলায় যাই। সেখানে গিয়ে জবা আক্তার যুথি নামে এক গৃহকর্মীকে গলায় ওড়না পেঁচানো ও ঝুলন্ত অবস্থায় পাই। পরে তাকে আমরা উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাট জেলায়।’

তিনি আরও বলেন, ‘এক বছর আগে শাকিল উল আলম ও নূরই জান্নাতের বাসায় গৃহকর্মীর কাজ করতে আসে জবা আক্তার। রাতে তারা বাসায় এসে ওই গৃহকর্মীকে খুঁজে না পেয়ে পাশের অন্য রুমে গিয়ে দেখতে পান গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে সে। পরে খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ওই গৃহকর্মীকে বকাঝকা দেওয়ায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে জিজ্ঞাসাবাদের জন্য বাসার গৃহকর্তা-গৃহকর্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখছি। আমরা তার পরিবারকে বিষয়টা জানিয়েছি।’

শুক্রবার রাতে জাতীয় জরুরি হটলাইন নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে অচেতন অবস্থায় গৃহকর্মী জবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। রাত ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Link copied!