ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির ধাক্কায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিন আহমেদ (১৩) নিহত হয়েছে। মাহিনের স্বজনদের দাবি, ময়লার গাড়িটি খুব বেপরোয়াভাবে চলছিল। চালকও নেশাগ্রস্ত ছিল। যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর মুগদার মদিনাবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ময়লার গাড়িটি জব্দ ও তার চালককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপপরিদর্শক মো. জয়নাল আবেদীন। দুর্ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় আহত আইডিয়াল শিক্ষার্থীকে প্রথমে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হলে রাত একটার দিকে মাহিনের মৃত্যু হয়। ঘটনার পর ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।’
ছেলের মৃত্যুসংবাদ প্রসঙ্গে মাহিনের মা জোছনা আক্তার বলেন, ‘আমাকে সন্ধ্যায় বলল, সে চাচার বাসায় যাবে। আমি মানা করে বললাম, কাল সকালে যেও। মাহিন বলল, খেলাধুলা করে সন্ধ্যায় চাচার বাসায় চলে যাবে। আর ফিরল না।’
মহিনের ভাই মাহফুজ আহমেদ বলেন, ‘হেঁটে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার একটি ট্রাকের ধাক্কায় মাহিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মাহিনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
জানা গেছে, মুগদায় মামা ভাগ্নে গলিতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকত মাহিন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ বাজিতপুর উপজেলায়। তিন ভাইবোনের মধ্যে দ্বিতীয় মাহিনের বাবা মো. মাসুম আহমেদ পেশায় গার্মেন্টস এক্সেসরিজ ব্যবসায়ী।