জিয়া মুক্তিযোদ্ধা হলে ‘জয় বাংলা’ নিষিদ্ধ করেছিলেন কেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ৩, ২০২৩, ০৭:২৯ পিএম

জিয়া মুক্তিযোদ্ধা হলে ‘জয় বাংলা’ নিষিদ্ধ করেছিলেন কেন: প্রধানমন্ত্রী

জাতীয় জেলহত্যা দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের স্মরণসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা হলে ‘জয় বাংলা’ স্লোগান নিষিদ্ধ করেছিলেন কেন।

জাতীয় জেলহত্যা দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের স্মরণসভায় দেওয়া বক্তব্যে তিনি এ প্রশ্ন তোলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা কথায় বলে, সে যদি প্রকৃত মুক্তিযোদ্ধা হতো তাহলে জয় বাংলা স্লোগান তার আমলে নিষিদ্ধ হয় কেন? যে ৭ মার্চের ভাষণ এই বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল মুক্তিযুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য, যে ভাষণ আজকে সারা বিশ্বে আন্তর্জাতিক প্রামাণ্য দলিলে স্থান পেয়েছে, ইউনেসকো কর্তৃক, জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, ওই ভাষণও নিষিদ্ধ করে দিয়েছিল।’

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদ করে সরকারপ্রধান বলেন, যে হাত দিয়ে তারা বাসে আগুন দেয় সেটি ভেঙ্গে দিতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। তাদের আগুন সন্ত্রাস রুখে দাঁড়াতে হবে।

জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, বিদেশিদের লাফালাফিতে এদেশে নির্বাচন বানচাল হবে না। নির্বাচন সঠিক সময়েই হবে।

নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে শেখ হাসিনা বলেন, সামনে নির্বাচন। বহু ষড়যন্ত্র হবে নির্বাচন বানচালের। সবাইকে ঐক্যবদ্ধ থেকে ভোটের প্রস্তুতি নিতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে তার পক্ষেই কাজ করতে হবে।

বিএনপি নির্বাচনে অংশ নেবে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন সরকারপ্রধান। বলেন, অগ্নিসন্ত্রাসীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে চাইলে তাদের রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, আমাদের কোনো মুরুব্বি নেই। আমাদের আছে বাংলাদেশের জনগণ। তাদের নিয়েই আমাদের এগোতে হবে। 

Link copied!