অতিরিক্ত বিমান ভাড়া: খালি থাকছে ৯ শতাংশ হজ কোটা

মাহাবুব আলম শ্রাবন। সংগৃহীত ছবি

মার্চ ২৮, ২০২৩, ০১:০১ এএম

অতিরিক্ত বিমান ভাড়া: খালি থাকছে ৯ শতাংশ হজ কোটা

অতিরিক্ত বিমান ভাড়া, হজ যাত্রায় অনীহার অন্যতম কারণ। এবার সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয় যা গত বছর সরকারিভাবেই ছিলো দুটি প্যাকেজে। প্যাকেজ-১-এর ক্ষেত্রে এবার খরচ বেড়েছে ৯৬ হাজার ৬৭৮ টাকা, প্যাকেজ-২-এর ক্ষেত্রে এক লাখ ৬১ হাজার ৮৬৮ টাকা। বেসরকারিভাবে হজ পালনে গত বছরের তুলনায় এবার খরচ বেড়েছে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা।

দফায় দফায় নিবন্ধনের সময় বাড়িয়েও পূরণ করা যায়নি কাঙ্ক্ষিত কোটা। গত এক সপ্তাহে সরকারিভাবে নিবন্ধন করেছেন মোট দুই শতাধিক হজযাত্রী। কোটা পূরণ হতে এখনো ১১ হাজার জনের বেশী বাকি; যা মোট কোটার ৯ শতাংশ। সৌদি সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে।

সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। একই সঙ্গে যুক্ত হবে কোরবানির খরচও।

হাইকোর্টের নির্দেশনা, দেশজুড়ে বিমান ভাড়া নিয়ে সমালোচনা ও সর্ব মহলের আপত্তির প্রেক্ষিতে গত ২৩ মার্চ হজ প্যাকেজের মূল্য ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা ও বিমান মন্ত্রণালয়কে বিমান ভাড়া কমানোর চিঠি দেয় ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন সিস্টেমের হিসাব অনুযায়ী সরকারী ও বেসরকারী মোট নিবন্ধিত হয়েছেন ১ লাখ ১৬ হাজার। সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৫২ জন, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৬ হাজার ২২৬ জন নিবন্ধন করেছেন। চলতি বছরে  হজে যেতে ইচ্ছুক হিসেবে প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪৯ হাজার ২২৪ জন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন আট হাজার ৩৯১ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন করেছিলেন দুই লাখ ৪০ হাজার ৮৩৩ জন।

দেশের ইতিহাসে এমন ঘটনা বিরল, যা আগে কখনো দেখা যায়নি, বেশীরভাগ সময়ই আগে থেকেই পূরন হয়ে যায় হজের কোটা। গত বছরের তুলনায় প্রায় দুই লাখ টাকা হজ প্যাকেজ বৃদ্ধির কারনে প্রাক-নিবন্ধনকারীদের অনেকেই টাকা তুলে নিয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. সাদিকুর রহমান খানের বরাতে জানা যায়, কোটার যেই অংশ খালি আছে তা অন্যপন্থায় পূরণ করা হবে কিনা বা ফাঁকা যাবে কিনা এই বিষয়ে এখনি কিছু জানানো যাচ্ছে না। যদিও সময় কম তবে এগুলো আলোচনার বিষয়।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম দ্যা রিপোর্ট ডট লাইভকে বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার বিমানভাড়া অনেক বেশি হওয়ায় হজের খরচ বেশি। তাই নিবন্ধন তুলনামুলক কম হচ্ছে। খরচ বাড়ার অন্যতম কারণ বিমানভাড়া। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ভাড়া যৌক্তিক করার আহ্বান জানাচ্ছি।

 চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

Link copied!