আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই: রিজভী

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৫, ২০২২, ১২:১৪ এএম

আওয়ামী লীগ গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই: রিজভী

রাজধানীসহ সারাদেশে আগামীকাল বুধবার প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বুধবার সকাল ১১টায় বিএনপি এই কর্মসূচি পালন করা হবে।

২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা দেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগকে গণতন্ত্র হত্যার নিষ্ঠুর কসাই উল্লেখ করে রিজভী বলেন, “আট বছর আগে ২০১৪সালের ৫ জানুয়ারি সারাদেশে ভোটার ও বিরোধী দলের প্রার্থী বিহীন একতরফা, বিতর্কিত প্রতারণামূলক ও হাস্যকর শতাব্দীর শ্রেষ্ঠ প্রহসনমূলক একদলীয় পাতানো নির্বাচন অনুষ্ঠিত হয়।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশে প্রত্যাখ্যাত জনধিকৃত একদলীয় নির্বাচন করতে গিয়ে আওয়ামী লীগ আবারও সারা দুনিয়ায় নিজেদের হেয় প্রতিপন্ন করে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের দিয়ে গণহত্যা খুন গুম নির্যাতন চালিয়ে তাদের কাছ থেকে ন্যূনতম আদায় করতে পারেনি আওয়ামীলীগ। সারাদেশে নির্বাচনী কেন্দ্রগুলোতে ছিল একদম ফাঁকা। অধিকাংশ ভোট কেন্দ্রে ছিল ভোটারশূন্য এবং কেন্দ্রগুলোতে ভোটারদের ভোটকেন্দ্রে চতুষ্পদ প্রাণীর বিচারক দেখেছে বিশ্ববাসী। বর্তমানে ভোটাধিকার হরণের দুষ্কর্মের টাটকা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে নির্বাচন কমিশন।”

রিজভী বলেন, “আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল বলেছেন বিএনপির সমাবেশে বাধা দিচ্ছে না সরকার। যদি সরকার বাধা দিত তাহলে বি এন পির জনসভা বেশি এত লোক আসলো কিভাবে? ওবায়দুল কাদের সাহেবের কাছে প্রশ্ন সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে অস্ত্র হাতে যারা হামলা করেছে তারা কারা? গণমাধ্যমে খবর বেরিয়েছে এরা সবাই যুবলীগের কর্মী। এরা তো সবাই যুবলীগের।তারা এখনো ধরা পড়ছে না কেন? পটুয়াখালীতে বিএনপির সমাবেশে ছাত্রলীগ ও যুবলীগ হামলা অনেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গুলি করে অনেককে আহত করেছে এরা কারা? গাজীপুরে সমাবেশে বাধা দেয়া হয়েছিল কেন? বাগেরহাটে ছাত্র দলের সমাবেশে বাধা দিয়েছিল কেন? শান্তিপূর্ণ সমাবেশ করার অপরাধে বিভিন্ন জেলায় হাজার হাজার নেতাকর্মীর নামে মামলা হচ্ছে কেন? ওবায়দুল কাদের সাহেবের কাছে সব প্রশ্নের জবাব চাচ্ছি।”

Link copied!