আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিভে গেল কিশোরের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:৫৬ পিএম

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিভে গেল কিশোরের প্রাণ

এলাকায় আধিপত্য বিস্তার, চরের জমি দখল ও বালু তোলা নিয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার  দক্ষিণ চরবংশী ইউনিয়ন শাখা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর মারা গেছেন। সংঘর্ষে আহত হয়েছেন দুই গ্রুপের অন্তত ১০জন।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া দ্য রিপোর্ট ডট লাইভকে সংঘর্ষ ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রাসেল মনির হোসেন ব্যাপারীর ছেলে এবং ইউপি সদস্য নজরুল ইসলামের ভাইয়ের ছেলে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও রায়পুর থানা সূত্রে জানা গেছে, দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বি এম শাহজালাল রাহুল ও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী নজরুল ইসলামের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেজার মেশিন দিয়ে মেঘনা নদী থেকে বালু উত্তোলন করেন নজরুল ইসলাম।  একই স্থানে বালু তোলার ড্রেজার বসানো আছে শাহজালাল রাহুলেরও। এনিয়ে বুধবার সকালে নজরুলের এক শ্রমিকের সঙ্গে রাহুলের ড্রেজার শ্রমিক ফারুকের কথা-কাটাকাটি এবং এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে রাহুল ও তার লোকজন রাসেলকে কুপিয়ে জখম করেন। পরে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, বুধবার সকালে সংঘর্ষের খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এক কিশোর ঘটনাস্থলে মারা গেছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বি এম শাহজালাল রাহুলসহ ৬ জনকে আটক করেছে। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!