আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৩, ০৭:১৮ পিএম

আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি ধাওয়া: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল শুরু

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শাখা আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ ১০ কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। তবে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় মহাসড়কে ফের যান চলাচল শুরু হয়।

মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে। 

কুমিল্লা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম সার্কেল) জাহিদুল ইসলাম এ তথ্য দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য মুজিবুল হক ও তার বিরেধী পক্ষ চৌদ্দগ্রামের সাবেক মেয়র মিজানুর রহমানের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।

মঙ্গলবার সকালে উপজেলায় মিজানুরের পক্ষ একটি শোডাউনের আয়োজন করে। তবে ওই শোডাউন ঠেকাতে একই সময় মোড়ে মোড়ে অবস্থান নেন মুজিবুল হকের অনুসারীরা। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ হয়ে যায়।

সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম  জানান, মঙ্গলবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুই পক্ষই মহাসড়ক ছেড়ে চলে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।  

Link copied!