আজ থেকে ইলিশ আহরণ বন্ধ থাকবে ২২ দিন

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২১, ০৫:০৫ পিএম

আজ থেকে ইলিশ আহরণ বন্ধ থাকবে ২২ দিন

রবিবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে বন্ধ থাকবে ইলিশ আহরণ। এ সময় দেশব্যাপী ইলিশের যাবতীয় ক্রয়-বিক্রয়, পরিবহণ, মজুদ ও বিনিময় নিষিদ্ধ থাকবে। গত ২২ সেপ্টেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে গত অর্থবছরে দেশে ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন ইলিশ মাছ আহরণ করা হয়েছে। দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে।

বাংলাদেশে প্রথম জাটকা রক্ষা কর্মসূচি শুরু করা হয় ২০০৩-২০০৪ সাল থেকে। তারপর থেকেই ধীরে ধীরে ইলিশের উৎপাদন বাড়ছে। ২০০৮ সাল থেকে প্রথম আশ্বিন মাসে পূর্ণিমার আগে ও পরে মিলিয়ে ১১ দিন মা ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। তখন থেকেই এর সুফল দেখতে শুরু করেন বিজ্ঞানীরা। তখন তাঁরা গবেষণায় দেখতে পান, শুধু পূর্ণিমায় নয়, এ সময়ের অমাবস্যাতেও ইলিশ ডিম ছাড়ে।

Link copied!