আজই জানা যাবে কে হচ্ছেন রাষ্ট্রপতি

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৭:৩৫ এএম

আজই জানা যাবে কে হচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি পদপ্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। এদিনই ফরম নেওয়া বা জমার সময়ই জানা যাবে কে হতে যাচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। 

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত রাষ্ট্রপতি পদের জন্য কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেননি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

গেল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে রাষ্ট্রপতি মনোনয়নের দায়িত্ব দলীয় প্রধান শেখ হাসিনার হাতে অর্পণ করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি পদের জন্য কার নামে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া হবে- দিন শেষে তিনিই তা ঠিক করবেন। ফলে এ পদে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন তা জানতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

কাল শেষ দিনে নির্বাচন ভবনে প্রধান নির্বান কমিশনারের (সিইসি) কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে যতক্ষণ সময় লাগে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় দেয়া হবে।

এরপর ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের থেকে রাষ্ট্রপতি পদের জন্য ভোট নেওয়া হবে।

যদি একাধিক প্রার্থী না থাকে সেক্ষেত্রে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। একের অধিক প্রার্থী থাকলেও আওয়ামী লীগের প্রার্থীই রাষ্ট্রপতি হবেন। কারণ বর্তমান সংসদে শাসক এ দলটির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। 

৩৫০টি সংসদীয় আসনের মধ্যে বর্তমানে আওয়ামী লীগের আছে ৩০৫টি এবং প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ২৭টি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৪টি আসন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৩টি, বিকল্প ধারা বাংলাদেশ এবং গণফোরামের ২টি করে, বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং জাতীয় পার্টির (জেপি) একটি করে আসন রয়েছে। বাকি ৪টি আসনে রয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য।

Link copied!