আধিপত্য বিস্তার: আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২২, ০৫:৩১ পিএম

আধিপত্য বিস্তার: আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১২

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুর জেলার সালথা উপজেলা শাখা আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ও দিয়াপাড়া গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

শনিবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেন।

সালথা থানা ও স্থানীয় সূত্র জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সালথা  উপজেলার গট্টি ইউনিয়ন শাখা আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার (৫১) সঙ্গে ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ সমর্থক নুরুল ইসলাম মাতুব্বরের (৫৩) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেল ৫টার দিকে আবু জাফর মোল্লা একটি মোটরসাইকেলে করে জয়ঝাপ গ্রামে তার বাড়িতে যাওয়ার পথে নুরুল ইসলাম মাতুব্বরের সমর্থকরা হামলা করে। এ সময় আবু জাফর মোল্লা আহত হন।

এই ওই হামলার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সন্ধ্যায় আবু জাফর মোল্লা ও নুরুল ইসলাম মাতুব্বর গ্রুপের শতশত সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, ভেলা, শরকি, টেঁটা ও ইটের টুকরো নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ১২ জন আহত হন। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ওসি শেখ সাদী দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “শুক্রবার সন্ধ্যায় পুলিশ গিয়ে দুই রাউন্ড গুলি ছুড়লে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যায়। সংঘর্ষে আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা আবু জাফরসহ পাঁচজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।” আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

Link copied!