আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বুয়েট শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

ডিসেম্বর ৮, ২০২১, ১১:৫১ পিএম

আবরার হত্যা মামলার রায়ে সন্তুষ্ট বুয়েট শিক্ষার্থীরা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলায় আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (৮ ডিসেম্বর) মামলার রায় পরবর্তী সময়ে বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক লিখিত বক্তব্যে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এই রায়ের ক্ষেত্রে আদালতের প্রতি আস্থাশীল ছিলেন উল্লেখ করে সাধারণ শিক্ষার্থীরা তাদের বিবৃতিতে বলেন, “বিজ্ঞ আদালত চার্জশীটের আসামীদের মধ্যে ২০ জনকে মৃত্যুদন্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন।”

তারা বলেন, “শুরু থেকেই আদালতের প্রতি আস্থাশীল ছিলাম। এই রায়ে আদালতের প্রতি সকলের আস্থার প্রতিফলন হয়েছে।”

শেষ পর্যন্ত এই রায় বহাল থাকার আশাবাদ ব্যক্ত করে তারা বলেন, “আমরা আশা করছি শেষ পর্যন্ত আদালতের এই রায় বহাল থাকবে এবং এটি বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।”

রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকর করার আহ্বান জানিয়ে শিক্ষার্থীরা বলেন, “পলাতক তিনজনকে অতিসত্ত্বর আইনের আওতায় আনেতে হবে।”

ভবিষ্যতে যেনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীকে এধরনের অপসংস্কৃতির বলি হতে না হয় সে বিষয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান শিক্ষার্থীরা।

Link copied!