আবারও সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনাকে চান এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৬, ২০২৩, ০২:৫৫ এএম

আবারও সরকারপ্রধান হিসেবে শেখ হাসিনাকে চান এফবিসিসিআই সভাপতি

সংগৃহীত ছবি

আবারও সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

শনিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণবিষয়ক বাণিজ্য সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, আপনি (প্রধানমন্ত্রী) যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আমাদের ব্যবসায়ীদের যে অবস্থান সৃষ্টি হয়েছে, সেটিকে ধরে রাখার জন্য আপনাকে প্রয়োজন। ব্যবসায়ীদের বিদ্যমান সমস্যাগুলো আপনার মাধ্যমে আমরা সমাধান করতে চাই। এ জন্য সব ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছেন। তারা সবাই আগামীতে আপনার নেতৃত্বে বিদ্যমান সমস্যাগুলোকে সমাধান করতে চায়। সুতরাং আমরা মনে করি আপনাকে আমাদের প্রয়োজন। আপনাকে আবারও আমাদের জন্য, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে হবে।

এফবিসিসিআই আয়োজিত ব্যবসায়ীদের এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী এবং ব্যবসায়ী নেতারা।

এর আগে, গত মার্চে সংগঠনের ৫০ বছর পূর্তি উপলক্ষে তিন দিনব্যাপী বিজনেস সামিটের আয়োজন করেছিল এফবিসিসিআই। ওই সম্মেলনে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে ১৬টি অধিবেশনে বিভিন্ন ধরনের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে। সেগুলোর একত্রিত একটি প্রতিবেদন এদিন প্রধানমন্ত্রীর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে এফবিসিসিআই।

Link copied!