ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১২, ২০২১, ১২:৪১ এএম

ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ ৪ জন গুলিবিদ্ধ

দ্বিতীয়  ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালী জেলার বেগমগঞ্জে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীসহ চারজন গুলিবিদ্ধ হয়েছেন।বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দ্য রিপোর্ট ডট লাইভকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গুলিবিদ্ধ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর নাম আনিসুর রহমান। এ সময় আহত চেয়ারম্যানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি ওই ইউনিয়নের চেয়ারম্যান। গুলিবিদ্ধ অন্যরা হলেন- সাইফুল ইসলাম (২৬), আবদুস সবুর (৩০) ও মামুনুর রশিদ (৩০)। 

নোয়াখালীর পুলিশ সুপার বলেন, বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ ১০ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আহত প্রার্থী আনিসুর রহমানের ছোট ভাই মোহাম্মদ আলী (২৬) ও তার খালাতো ভাই মোশাকপুরের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মিরাজকে (২৪) আটক করা হয়েছে। আটক মোহাম্মদ আলীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানতে পেরেছেন। ভোটগ্রহণ স্বাভাবিক ও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি জানান।

তবে ভোটকেন্দ্র দখলের অভিযোগ অস্বীকার করে গণমাধ্যমে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আনিসুর রহমান দাবি করেন, ‘বিভিন্ন কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়। জোর করে ব্যালট ছিনিয়ে নিয়ে ভোট দেয় নৌকা প্রার্থীর লোকজন। এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলদের জানালেও তারা বলেন সুষ্ঠু ভোট হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক নয় দেখে আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। এ সময় আমার ওপর হামলা চালানো হয়।’ 

Link copied!