ইসরায়েলি প্রযুক্তি এনে বিরোধী নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ১২:৫৯ এএম

ইসরায়েলি প্রযুক্তি এনে বিরোধী নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে: ফখরুল

আগামী নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল ও মতকে দমনে সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর অংশ হিসেবে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে বিরোধী নেতাদের ফোন হ্যাক করছে বলে অভিযোগ করেন তিনি।

আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির আন্দোলনের সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করেন, ইসরায়েলি প্রযুক্তি পেগাসাস ব্যবহার করে সরকার বিরোধী দলের নেতাদের ফোন হ্যাক করা হচ্ছে। বিরোধী দলকে দমনের জন্য এবং বিরোধী মতকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে তারা (সরকার) এটা করছে। এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না।

নির্বাচনকে সামনে রেখে সরকার বিরাজনীতিকরণের চেষ্টা করছে—এমন অভিযোগ করে ফখরুল বলেন, ‘আমরা খবর পাচ্ছি—তারা বিরোধী দলকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য আবারও চক্রান্তে মেতে উঠেছে। এখন তারা (আওয়ামী লীগ) সব কাজ করছে—কীভাবে বিরোধী দলকে আটকে রাখা যায়। কীভাবে বিরোধী দলের নেতা-কর্মীদের নির্বাচন থেকে বেআইনি ঘোষণা করা যায় বেআইনি আইনের মধ্য দিয়ে। কীভাবে দেশে এমন একটি অবস্থার সৃষ্টি করা যায়, যাতে করে বিরোধী দল নির্বাচনে না আসতে পারে।’

বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগ এনে ফখরুল বলেন, ‘গত এক মাসে বিএনপির প্রায় ৮ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এবং গ্রেপ্তার হয়েছেন ১০ হাজারের বেশি। এটা গণতন্ত্রের লক্ষণ, সুষ্ঠু-অবাধ নির্বাচনের লক্ষণ! এটা প্রমাণ করে তাদের পরিষ্কার লক্ষ্য তারা আবারও রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রকে পুরোপুরি বিরাজনীতিকরণ করবে। নির্বাচন করবে বিরোধী দল ছাড়াই এবং বিরোধী দলের নেতারা যেন কেউ নির্বাচন করতে না পারে।’

Link copied!