ঈদে ভোগান্তি বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২২, ০৭:৪০ পিএম

ঈদে ভোগান্তি বন্ধের দাবি যাত্রী কল্যাণ সমিতির

ঈদযাত্রায় অসহনীয় যানজট , যাত্রী হয়রানী , ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে  ঈদযাত্রায় অসহনীয় যানজট , পথে পথে যাত্রী হয়রানী , অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা " বন্ধের দাবীতে আয়োজিত “ এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সে সময় যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো . মোজাম্মেল হক চৌধুরী বলেন, এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটির বেশি মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে । এছাড়াও এক জেলা থেকে অপর জেলায় আরো প্রায় ৫ কোটি মানুষ যাতায়াত করতে পারে । এতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত ঈদবাজার গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারনে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে । এজন্য প্রয়োজন বাড়তি নিরাপত্তা , সর্বোচ্চ সতর্কতা , সকল পথের প্রতিটি যানবাহনের সর্বোচ্চ ব্যবহার সুনিশ্চিত করা । কিন্তু যানজট ও নানা অব্যবস্থাপনার কারনে গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে । 

তিনি আরো বলেন, রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলো বিশেষ করে যাত্রাবাড়ি , সায়েদাবাদ , বাবুবাজার ব্রিজ , পোস্তগোলা , টঙ্গী রেলস্টেশন , শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতু মীরের বাজার , উলুখোলা , কাঞ্চন ব্রিজ , গাবতলী মাজার রোড , মীরের ধৌর , আশুলিয়া , ইপিজেড , চন্দ্রা , রায়েরবাজার শহীদ ল সেতু , জিঞ্জিরা , কেরানীগঞ্জ , হাতিরঝিল , মহাখালী , রামপুরা , শেখের জায়গা , আমুলিয়া , ডেমরা , সুলতানা কামাল ব্রিজ , চিটাগাং রোড , কাচঁপুর , মদনপুর , মেঘনা টোল , ভুলতা , গাউছিয়া , বরফা অন্যদিকে বিআরটি নির্মাণাধীন প্রকল্পের কারনে উত্তরা থেকে গাজীপুর পর্যন্ত যাতায়াতে মানুষজনকে অসহনীয় যানজটে পড়তে হবে। এসব যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিস্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা , ব্যাটারিচালিত রিকশা , ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি। 

মোজাম্মেল হক চৌধুরী কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন টোল পয়েন্টের কারণে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয় বলে দাবি করে ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও যানজটমুক্ত করার দাবি জানান । অতিরিক্ত যাত্রীর চাপ ও পরিবহন সংকট , করোনার ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চালাতে কিছু কিছু পরিবহন মালিক - চালকেরা মড়িয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করে তিনি আরো বলেন , ভাড়া নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সরকার কাগুজে বাঘের মতো হুঁশিয়ারী উচ্চারণ করলেও দৃষ্টান্তমূলক কার্যকর ব্যবস্থা গ্রহনে ব্যর্থতার কারনে এবারের সকল পথে দ্বিগুণ - তিনগুণ অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য হবে । তাই , অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে

Link copied!