এক বছর আগে পুঁতে রাখা রোহিঙ্গার লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৯, ২০২১, ০৪:২১ পিএম

এক বছর আগে পুঁতে রাখা রোহিঙ্গার লাশ উদ্ধার

একবছর আগে অপহরণের শিকার হয়েছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের সৈয়দ আমীন (৪০) নামের এক রোহিঙ্গা। শনিবার (১৮ ডিসেম্বর) একটি বাড়ির মেঝে থেকে উদ্ধার করা হয়েছে মাঝির লাশ। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন উখিয়ার হাকিমপাড়ার ক্যাম্প-১৪ এর মো. ইসলাম (২২), আবদুল মোন্নাফ (২৬) ও মো. ইলিয়াস (২৮)।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৮) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) সিহাব কায়সার খান শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

এপিবিএন‘র বিজ্ঞপ্তিতে বলা হয়, উখিয়ার হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প-১৪-এর ই/৩ ব্লকে স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ব্লক রেইড পরিচালনা করে শনিবার তিন রোহিঙ্গা দুষ্কৃতকারীকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ করা হলে আটককৃতরা স্বীকার করে, চলতি বছরের জানুয়ারিতে চাকমারকুল ক্যাম্প-২১-এর সি/৪ ব্লক-এর সাব-মাঝি সৈয়দ আমীনকে অপহরণ করে ক্যাম্প-১৪-তে নিয়ে গিয়েছিলেন তারা।

সেসময়, অপহরণের পর তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৮০ হাজার টাকা দাবি করেন তারা। পরে ২০ থেকে ২৫ জন দুষ্কৃতকারী মিলে তাকে হত্যার পর ক্যাম্প-১৪-এর সাবেক মাঝি ইয়াকুবের পরিত্যক্ত ঘরের মেঝেতে লাশ পুঁতে রাখে।

এসপি সিহাব কায়সার জানান, শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ক্যাম্প-১৪ এর ইনচার্জসহ (সিআইসি) থানা পুলিশের উপস্থিতিতে ইয়াকুব মাঝির ঘর থেকে সৈয়দ আমীনের লাশ উত্তোলন করা হয়। পরে তার স্ত্রী পরনে থাকা কাপড়, বেল্ট ও মাথার চুল দেখে নিজের স্বামীর লাশ বলে শনাক্ত করেন।

এ ঘটনায় টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান এসপি সিহাব কায়সার।

Link copied!