এবার রোজা ২৯টি, চাঁদ দেখা যাবে ২১ এপ্রিল: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২০, ২০২৩, ০২:৩২ এএম

এবার রোজা ২৯টি, চাঁদ দেখা যাবে ২১ এপ্রিল: আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশের আকাশে আসছে ২১ এপ্রিল শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক্ষেত্রে এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।  

আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাওয়াল মাসের ক্ষেত্রে চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে বলা হয়েছে, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীন চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের স্থানাঙ্কের হিসাব অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাওয়ার কথা। এখন তো বর্ষাকাল না, আকাশে সেভাবে মেঘও থাকবে না। তাই কোনো না কোনো জায়গা থেকে যাবে বলে আমরা মনে করছি।

এই আবহাওয়াবিদ আরও জানান, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

তিনি জানান, পরদিন শনিবার (২২ এপ্রিল) বাংলাদেশের সকল স্থানেই বড় চাঁদ দেখা যাবে। তাই  ২১ এপ্রিল চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ৩০ রমজান পূর্ণ হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

Link copied!