কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু, মুখরিত সমাবেশস্থল

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১৩, ২০২২, ০৭:১৫ পিএম

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন শুরু, মুখরিত সমাবেশস্থল

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ৬ বছর ১০ মাস পর অনুষ্ঠিত হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার সফরের পাঁচ দিন পর অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। সকাল সাড়ে ১০টায় সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কাছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয়েছে। এ উপলক্ষে শহরে বিরাজ করছে সাজ সাজ রব। নেতাকর্মীদের উপস্থিতিতে মুখরিত সমাবেশস্থল।

এদিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত হওয়ার কথা থাকলে তিনি এসে পৌঁছেনি। তবে তিনি ভার্চুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে।

এ ছাড়াও অতিথি হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতা মাহবুবউল আলম হানিফ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিরাজুল মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আমিনুল ইসলাম আমিনসহ একাধিক কেন্দ্রীয় নেতা উপস্থিত রয়েছেন।

বর্তমানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ১০ নেতার নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জনের নাম আলোচনায় আছে।

দলের কয়েক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। ওই দিন কেন্দ্র থেকে সিরাজুল মোস্তফাকে সভাপতি ও মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করে জেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের কমিটি দেওয়া হয়। ২০২০ সালের ২৫ নভেম্বর কমিটির সভাপতি সিরাজুল মোস্তফাকে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক করা হয়। সভাপতির দায়িত্ব পান কমিটির সহসভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী।

Link copied!