কক্সবাজারে বজ্রপাতে লবনচাষী নিহত

নিজস্ব প্রতিবেদক

মে ৪, ২০২২, ০৩:৪১ এএম

কক্সবাজারে বজ্রপাতে লবনচাষী নিহত

বজ্রপাতের আঘাতে কক্সবাজারে শামশুল আলম (৫০) নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন। কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. সেলিম উদ্দিন জানান, মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামশুল আলম কক্সবাজার সদরের চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকার মোহাম্মদ ইসমাঈলের ছেলে। আহত ব্যক্তি একই এলাকার মৃত আজম আলীর ছেলে মো. দেলোয়ার হোসেন (৪০)। হতাহতরা দুইজনই লবণ চাষি।

স্থানীয়দের বরাতে সেলিম বলেন, মঙ্গলবার বিকেলে কক্সবাজারে হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এসময় চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় লবণ মাঠে কাজ করছিল চাষি শামশুল আলম ও মো. দেলোয়ার হোসেনসহ আরও কয়েকজন। এ সময় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের ঘটনায় দুইজন লবণ চাষি আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের চিকিৎসক শামশুল আলমকে মৃত ঘোষণা করেন। পরিদর্শক (তদন্ত) জানান, সন্ধ্যায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Link copied!