কানাডায় সড়ক দুর্ঘটনা: কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সঙ্কটাপন্ন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৩, ১১:০৩ পিএম

কানাডায় সড়ক দুর্ঘটনা: কুমার বিশ্বজিতের ছেলের অবস্থা সঙ্কটাপন্ন

কানাডার জনবহুল অন্টারিও প্রদেশের রাজধানী টরেন্টোতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে। দুর্ঘটনার খবর পেয়ে গত মঙ্গলবার রাত ১১টায় কানাডার উদ্দেশ্যে রওনা দেন কুমার বিশ্বজিৎ ও তার স্ত্রী নাইমা সুলতানা।

কানাডায় যাওয়ার বিষয়টি নিশ্চিত করে কুমার বিশ্বজিতের ঘনিষ্ঠজন মোরশেদুল হক পাভেল গণমাধ্যমকে জানান, দাদা (কুমার বিশ্বজিৎ) গতকালই কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছেন। বর্তমানে নিবিড় আইসিইউতে রয়েছে। বাংলাদেশ সময় ভোর ৪টায় তার মেজর অপারেশন হয়েছে।

প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ডুনবাসের পূর্ব সড়কে এ দুর্ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কানাডিয়ান সংবাদমাধ্যম সিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

অন্টারিও প্রাদেশিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার পরপরই ২০ বছর বয়সী এক তরুণ ও এক তরুনী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের মৃত্যু হয়। আর গাড়ির ২১ বছর বয়সী চালক গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছেন।  মূলত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে ওই গাড়িটি চালাচ্ছিলেন।

সিবিএস’র প্রতিবেদনে আরও বলা হয়, স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ১১টায় টরন্টোর ৪২৭ সাউথ বাউন্ড হাইওয়ে ডুনবাসের এক্সিটে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি।  গাড়ির চালক (নিবিড়) গাড়িটি খুব দ্রুতগতিতে চালাচ্ছিলেন। এক হাইওয়ে থেকে আরেক হাইওয়েতে ওঠার সময় টার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে গাড়িতে আগুন ধরে যায়।

Link copied!