ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ: দুই ক্যাম্পাস থেকে শতাধিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মে ১, ২০২৪, ০৬:৫৩ এএম

ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ: দুই ক্যাম্পাস থেকে শতাধিক গ্রেপ্তার

মঙ্গলবার নিউইয়র্ক সিটি কলেজ থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। ছবি: বিবিসি

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় ও নিউইয়র্ক সিটি কলেজ থেকে শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমে এনেছেন যুক্তরাষ্ট্রের একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন নিউইয়র্ক পুলিশের ডেপুটি কমিশনার কেজ ডটি। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি উল্লেখ করেছেন, পুলিশকে ক্যাম্পাসে প্রবেশে বাধাদানকারী প্রায় দুই ডজন বিক্ষোভকারীসহ গ্রেপ্তারকৃতদের বেশির ভাগই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চালানো অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। একই দিন বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন হ্যামিল্টন হলের নিয়ন্ত্রণ নেওয়ার পর রাতে তাদের সরাতে ভবনে প্রবেশ করে পুলিশ।

এছাড়া সিসিটিভি ফুটেজে নিউইয়র্ক সিটি কলেজে ফিলিস্তিনি পতাকা নামিয়ে সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা উড্ডীন রাখা হয়েছে।

নিউইয়র্ক পুলিশ সূত্র জানায়, “দুই ঘণ্টারও কম সময়ের অভিযানে হ্যামিল্টন হল থেকে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। এসময় কেউ আহত হয়নি। পাশাপাশি আগামী ১৭ মে পর্যন্ত নিউ ইয়র্ক পুলিশকে বিশ্ববিদ্যালয়ে অবস্থান নিতে বলেছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।”

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের সরাতে ক্যাম্পাসে প্রবেশ করে নিউইয়র্ক পুলিশ। শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তারের পর যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র: বিবিসি, নিউইয়র্ক টাইমস

Link copied!