কাবুলের মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আগস্ট ১৮, ২০২২, ০২:২২ পিএম

কাবুলের মসজিদে বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে বোমা বিস্ফোরিত হয়েছে। এই দুর্ঘটনায় ব্যাপক হতাহতের আশঙ্কা করছেন স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে।

তালেবানের কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরানকে উদ্ধৃত করে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের উত্তর-পশ্চিমে একটি বিস্ফোরণ হয়েছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো পর্যন্ত এই হামলায় হতাহতদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে, তালেবান সরকারের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে সব মিলিয়ে ৩৫ জন লোক হতাহত হয়েছেন এবং এই সংখ্যা বাড়তে পারে।

তবে কারা হামলা করেছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। এক সপ্তাহ আগে কাবুলে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে তালেবানপন্থী একজন ধর্মীয় নেতা নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট।

পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, রাজধানীর অদূরে ওই বিস্ফোরণস্থলে ইতিমধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

কাবুলে কার্যক্রম পরিচালনাকারী ইতালিভিত্তিক সংস্থা ইমারজেন্সি বলেছে, এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে তারা।

বেসরকারি সংস্থাটি বলছে, বিস্ফোরণে আহত ২৭ জনকে পেয়েছে তারা। এর মধ্যে পাঁচটি শিশু আছে। এক শিশুর বয়স মাত্র সাত বছর।

Link copied!