আবার হতাশা এমবাপ্পের

পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক

মে ৭, ২০২৪, ০৮:৫৫ পিএম

পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড

হেড থেকে গোলের পর বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাট হামেলস। ছবি : টুইটার

কিলিয়ান এমবাপ্পের আক্ষেপ বাড়ল আরও। বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে প্যারিস সেইন্ট জার্মেই।  দুই লেগ মিলিয়ে ২-০ গোলে জিতে ফাইনালে জার্মানির ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। লন্ডনের ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ নয়তো বায়ার্ন মিউনিখ। 

বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাটস হামেলস। প্রথমার্ধ গোলশূন্য ছিল। ৫০ মিনিটে কর্ণার থেকে ভেসে আসা বল হেডে জালে পাঠিয়ে দেন হামেলস। আর এই গোলেই জয় তাদের। 

এমবাপ্পে ম্যাচে ভাল চেষ্টা করেছেন। মারকুইনহসের চেষ্টা বারে লেগে ফিরে গেছে। হেরেই যেতে হলো তাদের। পিএসজি দীর্ঘদিন ধরে এই শিরোপাটির প্রত্যাশায় ছিল। 

ডর্টমুন্ডের স্বপ্নের যাত্রা বলতে হবে। অটুট ডিফেন্স তাদের। ১৮০ মিনিটে পিএসজি গোলই করতে পারল না দুই লেগ মিলিয়ে। বিশেষ করে এমবাপ্পে কে বোতলবন্দি করে রাখে তারা।

হামেলস শুধু গোলই করেননি। এমবাপ্পে নিশ্চিত গোল পেয়ে যেতেন। সেটা ডি বক্সে সুচারুভাবে আটকে দেন। সব মিলিয়ে জার্মান ক্লাবের রাত বলতে হবে।

১ জুন উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে লন্ডনে ওয়েম্বলি স্টেডিয়ামে। সেখানে ২০১২-১৩ মৌসুমে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড একবার ফাইনাল খেলেছে। সেবার বায়ার্ন চ্যাম্পিয়ন হয় ২-১ গোলে জিতে। এ নিয়ে তৃতীয়বার ডর্টমুন্ড এই আসরের ফাইনালে। 

বুধবার অপর সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ খেলবে বায়ার্ন মিউনিখের সঙ্গে। প্রথম লেগটি ২-২ গোলে ড্র হয়েছে। এখন সান্তিয়াগো বার্নাব্যুতে কঠিন লড়াই সামনে।

 

Link copied!