কিউকমের রিপন ও আরজে নিরব ফের রিমান্ডে

আদালত প্রতিবেদক

অক্টোবর ১৯, ২০২১, ০২:৫০ এএম

কিউকমের রিপন ও আরজে নিরব ফের রিমান্ডে

মামলার অধিকতর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য দেশের ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রিপন মিয়া ও প্রতিষ্ঠোনের হেড অব সেলস (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন) হুমায়ুন কবির ওরফে আরজে নিরবকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সোমবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে আদালতের বিচারক মাসুদ উর রশিদের আদালত তাদের রিমান্ডে নেওয়ার পুলিশের আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।

তিনি বলেন, রিপন মিয়ার দুইদিন ও হুমায়ুন কবির ওরফে আরজে নিরবের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে এদিন আসামিদের আদালতে হাজির করে লালবাগ থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস’র উপ-পুলিশ পরিদর্শক শাখাওয়াত হোসেন।

প্রসঙ্গত, প্রতারণার মাধ্যমে ৬৫ লাখ ৭৩ হাজার ৫৩৩ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গত ৬ অক্টোবর লালবাগ থানায় মামলা দায়ের করেন রিয়াজ উদ্দিন আহমেদ নামে এক গ্রাহক।

এর আগে, প্রতারণার নানা অভিযোগে গত ৩ অক্টোবর রিপন মিয়াকে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। আর গত ৮ অক্টোবর ভোররাতে আদাবর থানা এলাকার নবোদয় হাউজিংয়ের একটি বাসা থেকে আরজে নিরব গ্রেপ্তার হন।

Link copied!