কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার নির্দেশ উপজেলা ভাইস চেয়ারম্যানের

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ৩, ২০২২, ০২:৫৩ এএম

কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার নির্দেশ উপজেলা ভাইস চেয়ারম্যানের

ভোটকেন্দ্র দখল করে নৌকায় প্রকাশ্যে সিল মারার নির্দেশ দিয়েছেন যশোর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল।

সংবাদমাধ্যম ডেইলি স্টার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার আরবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী সমাবেশে বালিয়া ভেকুটিয়া স্কুল মাঠে নৌকার প্রার্থী মীর আরশাদ আলী রহমানের নির্বাচনী সমাবেশে তিনি এই নির্দেশনা দেন। সমাবেশে তার বক্তব্যের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

আনোয়ার হোসেন বিপুকে ভিডিওতে বলতে শোনা যায়, 'আরবপুর ইউনিয়নের এই ওয়ার্ডে অন্য যারা চেয়ারম্যান প্রার্থী আছে, তাদের কোনো পোলিং এজেন্ট থাকবে না। এই ওয়ার্ডে ভোট কত?'

তখন নেতা-কর্মীরা বলেন, '৪ হাজার ২০০।'

উত্তর শুনে তিনি বলেন, 'এর মধ্যে কত ভোট নৌকায় দেবেন?'

সমাবেশ থেকে বলা হয়, 'চার হাজার ভোট দেব।'

তিনি আরও বলেন, 'জামায়াত-বিএনপির ভোটারদের ভোটকেন্দ্রে আসার দরকার নেই। নৌকার যারা ভোটার শুধুমাত্র তারাই ভোটের মাঠে আসবে। ভোটকেন্দ্র আপনারা দখল করবেন। নৌকার লোকজনের দখলে থাকবে ভোটের মাঠ। আর যারা মেম্বর প্রার্থী হয়েছেন তাদের অনুরোধ করবো, মেম্বার নির্বাচিত হবেন নৌকার ভোটে। জামায়াত-বিএনপির ভোটে মেম্বার নির্বাচিত হওয়ার কোনো প্রয়োজন নেই।'

'বিএনপি-জামায়াত জাতীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন বয়কট করেছে। সুতরাং তাদের ভোটের মাঠে আসার অধিকার নেই। তারা যদি ভোটের মাঠে আসতে চায়, তাহলে বাড়ি ফেরত পাঠিয়ে দেবেন।'

বক্তব্য শেষ করার আগে বিপুল আবারও বলেন, 'আরেকটি কথা হচ্ছে, নৌকায় সবাইকে ওপেন সিল মারতে হবে। টেবিলেই সিল মারবেন। মেম্বর ভোট বুথে গিয়ে মারবেন। নৌকার ভোট সবাইকে ওপেন মারতে হবে।'

আনোয়ার হোসেন বিপুলের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'নৌকার জন্য যা যা করার তাই করছি। নৌকার বিরোধীরা ভিডিও ফেসবুকে ভাইরাল করেছে, এতে কিছু যায়-আসে না।'

Link copied!