খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

জুন ১২, ২০২২, ০৮:৩৩ পিএম

খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকে নিতে হবে: মির্জা ফখরুল

খালেদা জিয়ার কিছু হলে তার দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করার অনুমতি দিতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।  ফখরুল বলেন, সরকারদলীয় অনেক সাজাপ্রাপ্ত দুর্নীতিবাজ নেতা বিদেশে গিয়ে চিকিৎসা নিতে পারলেও মিথ্যা মামলায় সাজা হওয়া বেগম খালেদা জিয়াকে তারা বিদেশে যেতে দিচ্ছে না। এর কারণ সরকার তাকে ভয় পায়। তিনি যদি রাস্তায় নামে তাহলে হেমিলিয়ানের বাঁশিওয়ালার মতো মানুষের ঢল নেমে আসবে। 

নিরপেক্ষ সরকারের অধীনে নির্দলীয় নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন আয়োজন করতে আবারও সরকারের প্রতি আহবান জানান ফখরুল।ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক এবং দক্ষিণের সদস্যসচিব রফিকুল আলম মজনুর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান।

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, হাবিবুর রহমান হাবিব, যুগ্ন মহাসচিব খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, ফজলুল হক মিলন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

Link copied!