খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানালেন ব্যক্তিগত চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৩, ১২:১০ এএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে যা জানালেন ব্যক্তিগত চিকিৎসক

সংগৃহীত ফাইল ছবি

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন, এখন পর্যন্ত ওই অবস্থায় আছেন।

অধ্যাপক জাহিদ হোসেন এসময় আরও বলেন, “মেডিকেল বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। তার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে পরবর্তীতে তা জানানো হবে।”

দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি জটিলতা, লিভারের রোগ, হৃদরোগে ভুগছেন খালেদা জিয়া। গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, সর্বশেষ গত ২৯ এপ্রিল খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ওই সময় পাঁচ দিন চিকিৎসরার পর তিনি বাসায় ফেরেন।

প্রসঙ্গত,  দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি সাজা হওয়ার পর থেকে খালেদা জিয়া কারাগারে ছিলেন। দুই বছর কারাভোগের পর ২০২০ সালে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে সরকার। এবিষয়ে সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি শর্ত  দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য শর্ত হলো-খালেদা জিয়া দেশ ত্যাগ করতে পারবেন না এবং  তাঁকে দেশেই চিকিৎসা নিতে হবে। এরপর থেকে বিভিন্ন মেয়াদে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। 

Link copied!