২ মাসে সড়ক দুর্ঘটনায় ১ হাজারের বেশি মৃত্যু

ন্যাশনাল ডেস্ক

মার্চ ৬, ২০২২, ০২:২৪ এএম

২ মাসে সড়ক দুর্ঘটনায় ১ হাজারের বেশি মৃত্যু

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি-এই ‍দুই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে একটি প্রতিবেদনে জানানো হয়েছে। শনিবার সেফটি ফাউন্ডেশন নামের একটি সংস্থার দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক গণমাধ্যমের তথ্যের উপর ভিত্তি করে সেফটি ফাউন্ডেশন এ প্রতিবেদনটি তৈরি করেছে। এসময় ৮শ ৪৮টি সড়ক দুর্ঘটনায় ১ হাজার ১৪৬ জন আহত হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতের মধ্যে ১৪৩ জন নারী ও ১৩০ জন শিশু। দুর্ঘটনায় চট্টগ্রামে বিভাগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে ২৩১ জনের প্রাণহানি ঘটেছে। সবচেয়ে কম, ৪২ জনের মৃত্যু হয়েছে সিলেট বিভাগে।

Link copied!