চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১১, ২০২১, ১০:৪৮ পিএম

চট্টগ্রামে করোনায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

চট্টগ্রামে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। করোনার সংক্রমণ শুরুর পর জেলায় একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। এ সময়ে জেলায় নতুন করে আরও ২২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ এ তথ্য জানানো হয়।

সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নগরীর ৬টি ল্যাবে ১ হাজার ৮৬৭ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২২৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ২০৪ জন মহানগরীর এবং ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বিভিন্ন উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে সর্বোচ্চ ৭ জন, রাউজান ও সীতাকুন্ডে ৩ জন করে, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, সন্দ্বীপ ও পটিয়ায় ২ জন করে এবং সাতকানিয়া, আনোয়ারা ও বোয়ালখালীতে ১ জন করে রয়েছেন।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৩১৯ জন। আক্রান্তদের মধ্যে শহরের বাসিন্দা ৩৫ হাজার ৫৩১ জন এবং গ্রামের ৮ হাজার ৭৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৯ রোগীর মৃত্যুতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২৩ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে শহরের ৩০৯ জনে এবং গ্রামের ১১৪ জন বাসিন্দার মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় নতুন করে ৬৩ জন সুস্থ হয়ে উঠেছেন। জেলায় এপর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৪ হাজার ৭৬৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি ছিলেন ৪ হাজার ৭৩৩ জন এবং ঘরে থেকে চিকিৎসায় সুস্থ হন ৩০ হাজার ৩০ জন। হোম কোয়ারেন্টাইন বা আইসোলেশনে নতুন যুক্ত হন ২৫ জন ও ছাড়পত্র নেন ১০ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৩২৯ জন।

চট্টগ্রামে করোনার প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৩ এপ্রিল। সেই থেকে শুরু হয়ে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক ৯ রোগীর মৃত্যু হলো গতকাল। এর আগে, ৬ রোগীর মৃত্যু হয় ৭ এপ্রিল। এ নিয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে ৩৪ জন মৃত্যুবরণ করেন।

Link copied!