চট্টগ্রামে ৬ হাজার ৪শ লিটার তেল জব্দ, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৫, ২০২২, ০৯:১৫ পিএম

চট্টগ্রামে ৬ হাজার ৪শ লিটার তেল জব্দ, ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সল্টগোলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা ৬ হাজার ৪শ লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এসব তেল জব্দ করা হয়।  

জানা যায়, ঈশান মিস্ত্রির হাটের মেসার্স আসআদ প্রতিষ্ঠানের ব্যবসায়ী মো. ইলিয়াছ হোসেন গত মার্চে খোলা পাম তেল কিনেছিলেন প্রতি লিটার ১৩০ টাকা দরে। আর খোলা সয়াবিন কেনেন ১৩৬ টাকা লিটারে। ৬ হাজার ৪০০ লিটার তেল এত দিন তিনি বিক্রি করেননি। লুকিয়ে রেখেছিলেন গুদাম, দোকান ও রাস্তার একপাশে।

র‍্যাব-৭ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইলিয়াসের দোকান থেকে ২ হাজার ২০০ লিটার, গুদাম থেকে ১ হাজার লিটার এবং রাস্তার পাশ থেকে ৩ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়। অবৈধভাবে তেল মজুদ করায় ইলিয়াস হোসেনকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র‌্যাব বলছে, মো. ইলিয়াস হোসেন বেশি লাভের আশায় এসব তেল মজুত করেছিলেন। এখন দাম বেড়ে যাওয়ার পর কম দামে কেনা তেল বেশি দামে বিক্রি করা শুরু করেন তিনি। সকাল সাড়ে ১০টায় এই অভিযান শুরু হয়, চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। উপস্থিত ছিলেন র‍্যাব-৭-এর পুলিশ সুপার তাহিয়াত আহমেদ চৌধুরী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক দিদার হোসেন প্রমুখ।

অভিযানে ইলিয়াসের দোকান থেকে ২ হাজার ২০০ লিটার, গুদাম থেকে ১ হাজার লিটার এবং রাস্তার পাশ থেকে ৩ হাজার ২০০ লিটার তেল জব্দ করা হয়। গত ৫ মে সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে যাওয়ার পর থেকেই সারাদেশ থেকে অবৈধভাবে মজুদ করা তেল জব্দে অভিযান শুরু করে সরকার। 

Link copied!