চলতি সপ্তাহে ২৩ জেলায় বন্যার সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২, ২০২১, ০৬:৫৮ পিএম

চলতি সপ্তাহে ২৩ জেলায় বন্যার সম্ভাবনা

দেশে ভারী বৃষ্টি এবং ভারতের আসাম ও মেঘালয়ের বৃষ্টির পানিতে মেঘনা অববাহিকার নদনদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় ২৩ টি জেলায় আকস্মিক বন্যার আশঙ্কা করা হচ্ছে। বন্যার পাশাপাশি দেশের তিন পার্বত্য জেলা এবং কক্সবাজারে ভারী বৃষ্টিতে ভূমিধসের আশঙ্কা রয়েছে। স্বল্প মেয়াদি এই বন্যা অন্তত ১০ দিন স্থায়ী হতে পারে।

যে এলাকায় বন্যার সম্ভাবনা

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সংক্ষিপ্ত প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসের প্রথম সপ্তাহের মাঝামাঝি পানি বিপত্সীমা অতিক্রম করে বিভিন্ন জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে।

দেশের উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-মধ্যাঞ্চল, মধ্যাঞ্চলের ব্রহ্মপুত্র-যমুনা ও পদ্মা অববাহিকার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, পাবনা, নওগাঁ ও নাটোর জেলার নিম্নাঞ্চলে বন্যার শঙ্কা রয়েছে। উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে ভারী বর্ষণে আকস্মিক বন্যা হতে পারে।

বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বৃহস্পতিবার (১ জুলাই) দেশের ৫ টি নদীর ৭ টি অঞ্চলের পানি বিপদসীমান ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে উপজেলার সীমান্তবর্তী যাদুকাটা নদীর পানি বিপত্সীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। 

Link copied!