চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ

নিজস্ব প্রতিবেদক

মে ২, ২০২২, ০২:২৭ এএম

চারদিনে ঢাকা ছেড়েছেন ৭৩ লাখ মানুষ

পবিত্র রমজান মাস প্রায় শেষের দিকে। আর একদিন পরই পবিত্র ঈদুল ফিতর। ফলে ঈদে ঘরমুখো মানুষ ছুটেছেন নাড়ীর টানে। গত চারদিনে ঢাকা থেকে বাইরে গেছেন ৭৩ লাখ মানুষ। তাদের মোবাইল সিমের ঢাকা ছাড়ার হিসাবেই এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, মোবাইল অপারেটরদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী চারদিনে আনুমানিক ৭৩ লাখ ৯ হাজার সিম ঢাকার বাইরে গেছে। এটা শুধু সিমের তথ্য। মানুষের নয়। কারণ অনেকের কাছে একাধিক সিম থাকে। আবার অনেক পরিবার শিশু বা কিশোর সদস্যদের নিয়ে বাড়ি গেছেন। যাদের কাছে কোনো মোবাইল নেই।

রবিবার মন্ত্রী এসব কথা বলেছেন।

এর মধ্যে ২৯ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ৮ লাখ ৩৩ হাজার ২২৩ জন গ্রাহক। রবির হিসাবে তাদের ৪ লাখ ৯৫ হাজার ৬৪৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসাবে ৫ লাখ ২৩ হাজার ২৮২ জন গ্রাহক এবং টেলিটকের ৮০ হাজার ৮৪০ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।
একইভাবে ৩০ এপ্রিল গ্রামীণফোনের হিসাবে দেখা যায়, ওইদিন ঢাকা ছেড়েছে ১০ লাখ ২৮ হাজার ৯১৩ জন গ্রাহক। রবির হিসাবে তাদের ৬ লাখ ৮০ হাজার ৬৯৫ জন গ্রাহক, বাংলালিংকের হিসাবে ৬ লাখ ১ হাজার ৪৫০ জন গ্রাহক এবং টেলিটকের ৬৫ হাজার ১৬৮ জন গ্রাহক ঢাকা ছেড়েছেন।

আজ সন্ধ্যায় দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রবিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Link copied!