জাহাজ ভাঙাকারখানায় আগুনে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ২৫, ২০২১, ০৬:১৭ পিএম

জাহাজ ভাঙাকারখানায় আগুনে দগ্ধ ৪

চট্টগ্রামের সীতাকুন্ডে বগুলা বাজার এলাকায় একটি শিপইয়র্ডে আগুন লাগার ঘটনায় ৪জন শ্রমিক দগ্ধ হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল পৌণে ১০টার দিকে যমুনা জাহাজ ভাঙাকারখানায়  ওই আগুন লাগে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার   বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

আগুনে দগ্ধ হওয়া শ্রমিকরা হলেন-নাটোর জেলার গৌবিন্দাসপুর থানার  মো. সোহেল রানা (২৫), বগুড়া জেলার আদমদীঘি থানার জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার  মো. মিজানুর রহমান মিলন (৪০) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার  মো. ফিরোজ (২৪)।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল বেলা শ্রমিকরা পুরাতন জাহাজে কাজ করার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। এসময় সেখানে কাজ করতে থাকা শ্রমিকরা আগুনে দগ্ধ হয়।

আহত দগ্ধদের মধ্যে দুইজনের পা ভেঙে গেছে। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার গণমাধ্যমে বলেন, ‍সকাল বেলা যমুনা জাহাজ ভাঙা কারখানায় আগুনের ঘটেছে। আহত অবস্থায় ৪ জন হাসপাতালে নিয়ে আসে।‍‍

Link copied!