জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: সেলিমা রহমান

নিজস্ব প্রতিবেদক

জুন ১৪, ২০২২, ১২:৩১ এএম

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া: সেলিমা রহমান

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক মানববন্ধনে সেলিনা রহমান এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

সেলিমা রহমান বলেন, “খালেদা জিয়ার যেসব রোগ, তার চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে পাঠানোর কথা চিকিৎসকরা বারবার বলার পরও অনুমতি দেওয়া হচ্ছে না। বাইরে না পাঠালে তার সঠিক চিকিৎসা করা সম্ভব হবে না। তিনি এখন হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।”  

এ সময় সেলিমা রহমান বলেন, যখন খালেদা জিয়া জেলে ছিলেন, তখন আমরা সন্দেহ করে বলেছিলাম- সরকার তাকে তিলে-তিলে মেরে ফেলবে। আজকে সবাই দেখতেই পাচ্ছেন, সেই কথার সত্যতা। 

মানববন্ধন শেষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ থেকে মহিলা দলের নেতা-কর্মীরা মিছিল বের করে। তবে পুলিশের বাধার কারণে তারা বেশি দূর যেতে পারেননি বলে তারা দাবি করেন।

মানববন্ধনে অন্যদের মধ্যে সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী,জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ উপস্থিতি ছিলেন।

Link copied!