ঢাকার চারদিকে এলিভেটেড ওয়ে নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৭, ২০২১, ১০:১৮ পিএম

ঢাকার চারদিকে এলিভেটেড ওয়ে নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে বা উড়াল সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজধানী ঢাকার চারপাশের নদী তীরবর্তী অঞ্চলগুলোতে জায়গা কম হওয়ায় পর্যাপ্ত জায়গা নিয়ে উড়াল সড়ক নির্মাণ করতে নির্দেশ দেন তিনি। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ‘বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীর রক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প অনুমোদনের সময় ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে করতে বলেছেন। কারণ ঢাকার চারপাশে জমি কম। যাতে করে সদরঘাট ও ওয়াইজঘাটের মতো অবস্থা না হয় সেই জন্য ঢাকার চারপাশে এলিভেটেড ওয়ে নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ নিয়েছেন’।

এছাড়াও, ‘পৌরসভায় পরিচ্ছন্নতা কর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’, ‘হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ’, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার-রংপুর স্থাপন’, ‘অ্যাক্সিলেরেটিং অ্যান্ড স্ট্রেংথেনিং স্কিলস্ ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্প’, ‘আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র, মাদারীপুরের সক্ষমতা বৃদ্ধি এবং বৃহত্তর বরিশাল, ফরিদপুর অঞ্চলে ডাল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প’, ‘সিরাজগঞ্জ জেলায় যমুনা নদী হতে পুনরুদ্ধারকৃত ভূমির উন্নয়ন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল রক্ষা (১ম সংশোধিত)’ এবং সাতক্ষীরা জেলার পোল্ডার নং ১৫ পুনর্বাসনসহ মোট ৮ টি প্রকল্প অনুমোদন দেয় একনেক।

Link copied!