ঢাবিতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১৮, ২০২২, ০৪:১২ এএম

ঢাবিতে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদের কুশপুত্তলিকা দাহ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সেখানকার উপাচার্যের পদত্যাগ দাবিতে  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরাসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা।

সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল সাবেক শিক্ষার্থী।

শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের সামনে থেকে মশাল মিছিল নিয়ে শামসুন নাহার হল-শেখ রাসেল টাওয়ার ও কেন্দ্রীয় শহীদ হয়ে আবার রাজু ভাস্কর্যের পাদদেশে এসে মিছিল শেষ করেন।

একই ঘটনার প্রতিবাদে টিএসসির সড়ক দ্বীপে শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলও করে সংগঠিনটির নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষদের পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা দূর করে সুস্থ-স্বাভাবিক পরিবেশ নিশ্চিত এবং ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রাধ্যক্ষ কমিটি নিয়োগের দাবিতে গত বৃহস্পতিবার রাত থেকে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।

Link copied!