দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু: ফার্মগেট ও বিজয় সরণি অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ১২, ২০২২, ০৮:৪১ পিএম

দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু: ফার্মগেট ও বিজয় সরণি অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেট ও বিজয় সরণিতে সড়ক অবরোধ করেছে নিহত আলী হোসেনের সহপাঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টার দিকে প্রথমে তারা ফার্মগেটে অবরোধ করে। তাদের অবরোধে ফার্মগেটের একপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন রবিবার কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিং যাওয়ার পথে বিজি প্রেসের সামনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়। এটিকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীদের হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ ‘আমার বন্ধু কবরে, খুনিরা কেন বাহিরে’ ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্রায় ৪০ মিনিট পর শিক্ষার্থীরা ফার্মগেট থেকে মিছিল নিয়ে বিজয় সরণি মোড়ে গিয়ে অবস্থান নেয় এবং বিক্ষোভ দেখাতে থাকে।

দুপুরে তেজগাঁ থানা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, দুর্ঘটনায় যুক্ত গাড়িটি জব্দ করা হয়েছে। আমরা চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। শিক্ষার্থীদের সড়ক থেকে সরানোর চেষ্টা করছি। কিন্তু শিক্ষার্থীরা সড়ক থেকে সরেনি। পুলিশের পাশাপাশি তেজগাঁ সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা ও তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার সাহেদ আল মাসুদ তখন বলেন, ‘শিক্ষার্থীরা তাদের সহপাঠীর মৃত্যুর প্রতিবাদ করছে। ফলে বিজয় সরণি মোড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাদের বেঝানো হচ্ছে, তারা যেন রাস্তা ছেড়ে চলে যায়।’
শিক্ষার্থীরা বিজয় সরণি মোড়ে বিক্ষোভ দেখিয়ে আবারও মিছিল নিয়ে ফার্মগেটে যায় এবং সেখানেও বিক্ষোভ শুরু করে।

Link copied!