কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৪, ২০২১, ০৭:৪২ এএম

কমিউটার ট্রেনে ডাকাতি, নিহত ২

জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের ছাদে ডাকাতির ঘটনায় দুইজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। জামালপুর রেলওয়ে পুলিশ (জিআরপি) বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ট্রেনটি ময়মনসিংহ রেলস্টেশন ছেড়ে আসার কিছুক্ষণের মধ্যেই এ ঘটনা ঘটে।

নিহতদের একজন পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মিতালী বাজার এলাকার বাসিন্দা মো. নাহিদ। অপরজনের পরিচয় জানা যায়নি। আহত রুবেল এখন জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নাম প্রকাশ না করার শর্তে জামালপুর পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত এক কর্মকর্তা দ্যা রিপোর্টকে জানান, ট্রেনটি ময়মনসিংহ ছেড়ে এসে জামালপুরের পিয়ারপুর স্টেশনের কাছাকাছি আসলে ট্রেনের ভেতরে থাকা এক যাত্রী ট্রেনের বাইরে থেকে রক্ত চুইয়ে ভেতরে আসতে দেখেন। পরে তিনি বিষয়টি ট্রেনে দায়িত্বরত জিআরপি সদস্যদের জানালে তারা পিয়ার স্টেশনে ট্রেন থামলে ট্রেনের ছাদে গিয়ে তিনজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পান। পরে ট্রেন জামালপুর স্টেশনে আসলে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ওই তিনজনকে নামিয়ে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাহিদ ও অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই)সোহেল রানা দ্যা রিপোর্টকে  জানান, ‘ডাকাত দলের সঙ্গে সংঘর্ষ চলাকালে নিহত ২ জন এবং আহত একজন ট্রেনের ছাদের রেইলিংয়ে বাড়ি খেয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আহত রুবেলের গুরুতর রূপে আঘাত পাওয়ায় সে এখনো কথা বলতে পারছে না। সে সুস্থ হলে জানা যাবে প্রকৃত ঘটনা কি।  

নিহতদের মরদেহ জামালপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Link copied!